• Madrasah Code: 123456789
  • EIIN: 12345
  • 06:14 AM
  • ৩০-০৮-২০২৫

বাণী বিস্তারিত

শিক্ষকের ছবি

আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ শোকর আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনি ইলম অর্জন ও প্রচারের মহান দায়িত্বে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেছেন। ইসলামপুর কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বিশুদ্ধ আকীদা, সহীহ কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী জ্ঞান চর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষাকেন্দ্রই নয়, বরং এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আমরা বিশ্বাস করি, শুধুমাত্র পুস্তকগত শিক্ষা একজন মানুষকে পূর্ণতা দিতে পারে না। বরং তাকওয়া, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম ও সমাজসচেতনতা — এই গুণাবলির সমন্বয়েই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করবে এবং বিশ্বসভায় ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরবে।

আমাদের মাদ্রাসায় আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে দ্বীনি ও আধুনিক শিক্ষা একত্রে প্রদান করা হয়। অভিজ্ঞ ও আল্লাহভীরু শিক্ষকগণের মাধ্যমে পাঠদান এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য। পাশাপাশি যুগোপযোগী পাঠ্যসূচি, প্রযুক্তি সহায়তা, লাইব্রেরি ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।

আমি এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল হিসেবে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আসুন, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের উন্নয়ন, আদর্শ বাস্তবায়ন এবং দ্বীনের প্রচার ও প্রসারে অবদান রাখি।

পরিশেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেন। আমীন।

মোঃ জহুরুল হক

অধ্যক্ষ

শিক্ষকের স্বাক্ষর